Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ২৫

Qur'an Surah 'Abasa Verse 25

আবাসা [৮০]: ২৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَنَّا صَبَبْنَا الْمَاۤءَ صَبًّاۙ (عبس : ٨٠)

annā
أَنَّا
We
নিশ্চয়ই আমরা
ṣababnā
صَبَبْنَا
[We] poured down
আমরা বর্ষণ করেছি
l-māa
ٱلْمَآءَ
the water
পানি
ṣabban
صَبًّا
(in) abundance
(প্রচুর) বর্ষণ

Transliteration:

Anna sabab nalmaa-a sabba. (QS. ʿAbasa:25)

English Sahih International:

How We poured down water in torrents, (QS. 'Abasa, Ayah ২৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি প্রচুর পানি ঢালি, (আবাসা, আয়াত ২৫)

Tafsir Ahsanul Bayaan

আমিই তো প্রচুর বৃষ্টি বর্ষণ করি,

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি,

Tafsir Bayaan Foundation

নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।

Muhiuddin Khan

আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

Zohurul Hoque

কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়,