Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ২১

Qur'an Surah 'Abasa Verse 21

আবাসা [৮০]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ (عبس : ٨٠)

thumma
ثُمَّ
Then
এরপর
amātahu
أَمَاتَهُۥ
He causes him to die
তাকে মৃত্যু দেন
fa-aqbarahu
فَأَقْبَرَهُۥ
and provides a grave for him
অতঃপর তাকে কবরস্থ করেন

Transliteration:

Thumma amatahu fa-aqbarah (QS. ʿAbasa:21)

English Sahih International:

Then He causes his death and provides a grave for him. (QS. 'Abasa, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। (আবাসা, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। [১]

[১] অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত।

Tafsir Abu Bakr Zakaria

এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

Tafsir Bayaan Foundation

তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।

Muhiuddin Khan

অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

Zohurul Hoque

তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,