Skip to content

কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ১৬

Qur'an Surah 'Abasa Verse 16

আবাসা [৮০]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

كِرَامٍۢ بَرَرَةٍۗ (عبس : ٨٠)

kirāmin
كِرَامٍۭ
Noble
সম্মানিত
bararatin
بَرَرَةٍ
dutiful
সততাসম্পন্ন

Transliteration:

Kiraamim bararah. (QS. ʿAbasa:16)

English Sahih International:

Noble and dutiful. (QS. 'Abasa, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র। (আবাসা, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

(যারা) সম্মানিত ও পুণ্যবান (ফিরিশতা)। [১]

[১] চরিত্রের দিক দিয়ে তাঁরা হলেন সম্মানিত; অর্থাৎ, শ্রদ্ধেয় এবং বুযুর্গ। আর কর্মের দিক দিয়ে তাঁরা পুণ্যবান ও পবিত্র। এখান থেকে জানা যায় যে, কুরআন বহনকারী (হাফেয এবং আলেমগণ)-কেও চরিত্র এবং কর্মের দিক দিয়ে 'কিরামিম বারারাহ'র মূর্ত-প্রতীক হওয়া উচিত। (ইবনে কাসীর) হাদীসেও 'সাফারাহ' শব্দ ফিরিশতাদের জন্য ব্যবহার হয়েছে। নবী (সাঃ) বলেছেন, "যে কুরআন পাঠ করে এবং তাতে সুদক্ষ হয়, সে 'কিরামিম বারারাহ'র সাথে - অর্থাৎ, সম্মানিত পুণ্যবান ফিরিশতাগণের সাথী হবে। আর যে কুরআন পাঠ করে কিন্তু কষ্টের সাথে (আটকে আটকে) পাঠ করে তার জন্য ডবল সওয়াব রয়েছে।" (সহীহ বুখারী তাফসীর সূরা আবাসা, মুসলিম নামায অধ্যায়, কুরআনে সুদক্ষ হওয়ার মাহাত্ম্যের পরিচ্ছেদ)

Tafsir Abu Bakr Zakaria

(যারা) মহাসম্মানিত ও নেককার।

Tafsir Bayaan Foundation

যারা মহাসম্মানিত, অনুগত।

Muhiuddin Khan

যারা মহৎ, পূত চরিত্র।

Zohurul Hoque

সম্মানিত, গুণান্নিত।