কুরআন মজীদ সূরা আবাসা আয়াত ১২
Qur'an Surah 'Abasa Verse 12
আবাসা [৮০]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗ ۘ (عبس : ٨٠)
- faman
- فَمَن
- So whosoever
- অতএব যে
- shāa
- شَآءَ
- wills
- চায়
- dhakarahu
- ذَكَرَهُۥ
- may remember it
- (তা স্মরণ করবে) তা গ্রহণ করবে
Transliteration:
Faman shaa a zakarah(QS. ʿAbasa:12)
English Sahih International:
So whoever wills may remember it. (QS. 'Abasa, Ayah ১২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে, (আবাসা, আয়াত ১২)
Tafsir Ahsanul Bayaan
যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে (ও উপদেশ গ্রহণ করবে)।[১]
[১] অর্থাৎ, যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে। তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় - যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল - তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।
Tafsir Abu Bakr Zakaria
কাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে,
Tafsir Bayaan Foundation
কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
Muhiuddin Khan
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
Zohurul Hoque
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।