৩১
وَفَاكِهَةً وَّاَبًّا ٣١
- wafākihatan
- وَفَٰكِهَةً
- এবং ফল
- wa-abban
- وَأَبًّا
- গবাদি খাদ্য
আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা। ([৮০] আবাসা: ৩১)ব্যাখ্যা
৩২
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ ٣٢
- matāʿan
- مَّتَٰعًا
- ভোগ্য সামগ্রী (রূপে)
- lakum
- لَّكُمْ
- তোমাদের জন্যে
- wali-anʿāmikum
- وَلِأَنْعَٰمِكُمْ
- ও তোমাদের চতুষ্পদ জন্তুর জন্যে
তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য। ([৮০] আবাসা: ৩২)ব্যাখ্যা
৩৩
فَاِذَا جَاۤءَتِ الصَّاۤخَّةُ ۖ ٣٣
- fa-idhā
- فَإِذَا
- অতঃপর যখন
- jāati
- جَآءَتِ
- আসবে
- l-ṣākhatu
- ٱلصَّآخَّةُ
- কর্ণবিদারক ধ্বনি
অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে; ([৮০] আবাসা: ৩৩)ব্যাখ্যা
৩৪
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ ٣٤
- yawma
- يَوْمَ
- সেদিন
- yafirru
- يَفِرُّ
- পালাবে
- l-maru
- ٱلْمَرْءُ
- মানুষ
- min
- مِنْ
- হতে
- akhīhi
- أَخِيهِ
- তার ভাই
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, ([৮০] আবাসা: ৩৪)ব্যাখ্যা
৩৫
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ ٣٥
- wa-ummihi
- وَأُمِّهِۦ
- ও তার মা
- wa-abīhi
- وَأَبِيهِ
- ও তার বাপ (হতে)
তার মা, তার বাপ, ([৮০] আবাসা: ৩৫)ব্যাখ্যা
৩৬
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِۗ ٣٦
- waṣāḥibatihi
- وَصَٰحِبَتِهِۦ
- ও তার স্ত্রী
- wabanīhi
- وَبَنِيهِ
- এবং তার সন্তানদের (হতে)
তার স্ত্রী ও তার সন্তান থেকে, ([৮০] আবাসা: ৩৬)ব্যাখ্যা
৩৭
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَىِٕذٍ شَأْنٌ يُّغْنِيْهِۗ ٣٧
- likulli
- لِكُلِّ
- জন্যে প্রত্যেক
- im'ri-in
- ٱمْرِئٍ
- ব্যক্তির
- min'hum
- مِّنْهُمْ
- তাদের মধ্যকার
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- সেদিন
- shanun
- شَأْنٌ
- (বিশেষ) অবস্থা
- yugh'nīhi
- يُغْنِيهِ
- তাকে ব্যতিব্যস্ত করবে
সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। ([৮০] আবাসা: ৩৭)ব্যাখ্যা
৩৮
وُجُوْهٌ يَّوْمَىِٕذٍ مُّسْفِرَةٌۙ ٣٨
- wujūhun
- وُجُوهٌ
- (অনেক) মুখ
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- সেদিন
- mus'firatun
- مُّسْفِرَةٌ
- উজ্জ্বল (হবে)
সেদিন কতক মুখ উজ্জ্বল হবে, ([৮০] আবাসা: ৩৮)ব্যাখ্যা
৩৯
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ ٣٩
- ḍāḥikatun
- ضَاحِكَةٌ
- সহাস্য
- mus'tabshiratun
- مُّسْتَبْشِرَةٌ
- প্রফুল্ল (হবে)
সহাস্য, উৎফুল্ল। ([৮০] আবাসা: ৩৯)ব্যাখ্যা
৪০
وَوُجُوْهٌ يَّوْمَىِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌۙ ٤٠
- wawujūhun
- وَوُجُوهٌ
- এবং (অনেক) মুখ
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- সেদিন
- ʿalayhā
- عَلَيْهَا
- তার উপর
- ghabaratun
- غَبَرَةٌ
- মলিনতা (আসবে)
সেদিন কতক মুখ হবে ধূলিমলিন। ([৮০] আবাসা: ৪০)ব্যাখ্যা