Skip to content

সূরা আবাসা - Page: 3

'Abasa

(ʿAbasa)

২১

ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ ٢١

thumma
ثُمَّ
এরপর
amātahu
أَمَاتَهُۥ
তাকে মৃত্যু দেন
fa-aqbarahu
فَأَقْبَرَهُۥ
অতঃপর তাকে কবরস্থ করেন
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। ([৮০] আবাসা: ২১)
ব্যাখ্যা
২২

ثُمَّ اِذَا شَاۤءَ اَنْشَرَهٗۗ ٢٢

thumma
ثُمَّ
এরপর
idhā
إِذَا
যখন
shāa
شَآءَ
চাইবেন
ansharahu
أَنشَرَهُۥ
তাকে পুনরায় জীবিত করবেন
অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন। ([৮০] আবাসা: ২২)
ব্যাখ্যা
২৩

كَلَّا لَمَّا يَقْضِ مَآ اَمَرَهٗۗ ٢٣

kallā
كَلَّا
কখনও না
lammā
لَمَّا
না যা
yaqḍi
يَقْضِ
সে পালন করে
مَآ
যা
amarahu
أَمَرَهُۥ
তাকে আদেশ করেছেন তিনি
না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি। ([৮০] আবাসা: ২৩)
ব্যাখ্যা
২৪

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖٓ ۙ ٢٤

falyanẓuri
فَلْيَنظُرِ
অতঃপর লক্ষ্য করুক
l-insānu
ٱلْإِنسَٰنُ
মানুষ
ilā
إِلَىٰ
প্রতি
ṭaʿāmihi
طَعَامِهِۦٓ
তার খাদ্যের
মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন। ([৮০] আবাসা: ২৪)
ব্যাখ্যা
২৫

اَنَّا صَبَبْنَا الْمَاۤءَ صَبًّاۙ ٢٥

annā
أَنَّا
নিশ্চয়ই আমরা
ṣababnā
صَبَبْنَا
আমরা বর্ষণ করেছি
l-māa
ٱلْمَآءَ
পানি
ṣabban
صَبًّا
(প্রচুর) বর্ষণ
আমি প্রচুর পানি ঢালি, ([৮০] আবাসা: ২৫)
ব্যাখ্যা
২৬

ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّاۙ ٢٦

thumma
ثُمَّ
এরপর
shaqaqnā
شَقَقْنَا
আমরা বিদীর্ণ করেছি
l-arḍa
ٱلْأَرْضَ
মাটিকে
shaqqan
شَقًّا
(খুব) বিদীর্ণ
তারপর যমীনকে বিদীর্ণ করে দেই, ([৮০] আবাসা: ২৬)
ব্যাখ্যা
২৭

فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّاۙ ٢٧

fa-anbatnā
فَأَنۢبَتْنَا
অতঃপর আমরা উৎপন্ন করেছি
fīhā
فِيهَا
তার মধ্যে
ḥabban
حَبًّا
শস্য
অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য, ([৮০] আবাসা: ২৭)
ব্যাখ্যা
২৮

وَّعِنَبًا وَّقَضْبًاۙ ٢٨

waʿinaban
وَعِنَبًا
ও আঙুর
waqaḍban
وَقَضْبًا
ও শাকসবজি
আঙ্গুর, তাজা শাক-শব্জী, ([৮০] আবাসা: ২৮)
ব্যাখ্যা
২৯

وَّزَيْتُوْنًا وَّنَخْلًاۙ ٢٩

wazaytūnan
وَزَيْتُونًا
এবং যয়তুন
wanakhlan
وَنَخْلًا
ও খেজুর
যয়তূন, খেজুর, ([৮০] আবাসা: ২৯)
ব্যাখ্যা
৩০

وَّحَدَاۤئِقَ غُلْبًا ٣٠

waḥadāiqa
وَحَدَآئِقَ
এবং বাগানসমূহ
ghul'ban
غُلْبًا
ঘন গাছপালাবিশিষ্ট
আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা, ([৮০] আবাসা: ৩০)
ব্যাখ্যা