Skip to content

কুরআন মজীদ সূরা আল-আনফাল আয়াত ৪০

Qur'an Surah Al-Anfal Verse 40

আল-আনফাল [৮]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ۗنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ۔ (الأنفال : ٨)

wa-in
وَإِن
And if
এবং যদি
tawallaw
تَوَلَّوْا۟
they turn away
তারা মুখ ফিরিয়ে নেয়
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
then know
তবে তোমরা জেনে রাখো
anna
أَنَّ
that
যে
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহ
mawlākum
مَوْلَىٰكُمْۚ
(is) your Protector
অভিভাবক তোমাদের
niʿ'ma
نِعْمَ
Excellent
কত উত্তম
l-mawlā
ٱلْمَوْلَىٰ
(is) the Protector
অভিভাবক
waniʿ'ma
وَنِعْمَ
and Excellent
ও কত উত্তম
l-naṣīru
ٱلنَّصِيرُ
(is) the Helper
সাহায্যকারী

Transliteration:

Wa in tawallaw fa'lamooo annal laaha mawlaakum; ni'mal mawlaa wa ni'man naseer (QS. al-ʾAnfāl:40)

English Sahih International:

But if they turn away – then know that Allah is your protector. Excellent is the protector, and excellent is the helper. (QS. Al-Anfal, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক! কতই না উত্তম সাহায্যকারী! (আল-আনফাল, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

আর যদি তারা মুখ ফেরায়[১] তবে জেনে রাখ যে, আল্লাহই তোমাদের অভিভাবক[২] এবং তিনি কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। [৩]

[১] অর্থাৎ, ইসলাম গ্রহণ না করে এবং কুফরীর ও তোমাদের বিরোধিতার উপর অবিচল থাকে।

[২] তোমাদের শত্রুদের উপর তোমাদের সাহায্যকারী এবং তোমাদের রক্ষক ও হিফাযতকারী।

[৩] সুতরাং সফলকাম সেই হবে, যার অভিভাবক আল্লাহ এবং বিজয় সেই লাভ করবে, যার সাহায্যকারী আল্লাহ।

Tafsir Abu Bakr Zakaria

আর যদি তারা মুখ ফিরায় তবে জেনে রাখ, আল্লাহই তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!

Tafsir Bayaan Foundation

আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে জেনে রাখ, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। তিনি কতইনা উত্তম অভিভাবক এবং কতইনা উত্তম সাহায্যকারী।

Muhiuddin Khan

আর তারা যদি না মানে, তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের সমর্থক; এবং কতই না চমৎকার সাহায্যকারী।

Zohurul Hoque

কিন্তু যদি তারা ফিরে যায় তবে জেনে রেখো যে আল্লাহ্ নিঃসন্দেহ তোমাদের অভিভাবক, -- কতো উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী!