কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ৪০
Qur'an Surah An-Nazi'at Verse 40
আন-নযিআ'ত [৭৯]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ (النازعات : ٧٩)
- wa-ammā
- وَأَمَّا
- But as for
- অপরদিকে
- man
- مَنْ
- (him) who
- যে
- khāfa
- خَافَ
- feared
- ভয় করেছে
- maqāma
- مَقَامَ
- standing
- দাঁড়াতে
- rabbihi
- رَبِّهِۦ
- (before) his Lord
- তার রবের সামনে
- wanahā
- وَنَهَى
- and restrained
- এবং বিরত রেখেছে
- l-nafsa
- ٱلنَّفْسَ
- his soul
- প্রবৃত্তিকে
- ʿani
- عَنِ
- from
- হতে
- l-hawā
- ٱلْهَوَىٰ
- the vain desires
- খারাপ কামনা
Transliteration:
Wa ammaa man khaafa maqaama Rabbihee wa nahan nafsa 'anil hawaa(QS. an-Nāziʿāt:40)
English Sahih International:
But as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination, (QS. An-Nazi'at, Ayah ৪০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল, (আন-নযিআ'ত, আয়াত ৪০)
Tafsir Ahsanul Bayaan
পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রেখেছে[১] এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রেখেছে, [২]
[১] এই ভয় যে, যদি আমি পাপ এবং আল্লাহর নাফরমানী করি তাহলে আমাকে আল্লাহ হতে কেউ বাঁচাতে পারবে না। এ জন্যই সে পাপাচার থেকে দূরে থেকেছে।
[২] অর্থাৎ, নিজেকে সেই সব পাপাচার এবং হারামকৃত জিনিসে লিপ্ত হওয়া থেকে বাঁচাত, যে দিকে তার মন আকৃষ্ট হত।
Tafsir Abu Bakr Zakaria
আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে,
[১] রাবের অবস্থানের দু‘টি অর্থ হতে পারে, এক. রবের সামনে হাজির হয়ে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে- এ বিশ্বাস করে প্রবৃত্তির অনুসরণ হতে যে নিজেকে হেফাযত করেছে তার জন্য রয়েছে জান্নাত। দুই. রবের যে সুমহান মর্যাদা তাঁর এ উচ্চ মর্তবার কথা স্মরণ করে অন্যায় অশ্লিল কাজ এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছে সে জান্নাতে যাবে। উভয় অর্থই এখানে সঠিক। [বাদা’ই‘উত তাফসীর]
Tafsir Bayaan Foundation
আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
Muhiuddin Khan
পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
Zohurul Hoque
পক্ষান্তরে যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং আত্মাকে কামনা-বাসনা থেকে নিবৃত্ত রাখে --