Skip to content

কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ৩৩

Qur'an Surah An-Nazi'at Verse 33

আন-নযিআ'ত [৭৯]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْۗ (النازعات : ٧٩)

matāʿan
مَتَٰعًا
(As) a provision
জীবিকা সামগ্রীরূপে
lakum
لَّكُمْ
for you
তোমাদের জন্য
wali-anʿāmikum
وَلِأَنْعَٰمِكُمْ
and for your cattle
এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য

Transliteration:

Mataa'al lakum wali an 'aamikum. (QS. an-Nāziʿāt:33)

English Sahih International:

As enjoyment [i.e., provision] for you and your grazing livestock. (QS. An-Nazi'at, Ayah ৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এ সমস্ত তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর জীবিকার সামগ্রী। (আন-নযিআ'ত, আয়াত ৩৩)

Tafsir Ahsanul Bayaan

এসব তোমাদের ও তোমাদের পশুদের ভোগের সামগ্রী।

Tafsir Abu Bakr Zakaria

এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

Tafsir Bayaan Foundation

তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

Muhiuddin Khan

তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

Zohurul Hoque

তোমাদের জন্য ও তোমাদের গবাদি-পশুর জন্য খাদ্যের আয়োজন।