Skip to content

কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ৩২

Qur'an Surah An-Nazi'at Verse 32

আন-নযিআ'ত [৭৯]: ৩২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْجِبَالَ اَرْسٰىهَاۙ (النازعات : ٧٩)

wal-jibāla
وَٱلْجِبَالَ
And the mountains
এবং পর্বতমালাকে
arsāhā
أَرْسَىٰهَا
He made them firm
তা দৃঢ়ভাবে প্রোথিত করেছেন

Transliteration:

Wal jibala arsaaha. (QS. an-Nāziʿāt:32)

English Sahih International:

And the mountains He set firmly (QS. An-Nazi'at, Ayah ৩২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পবর্তকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, (আন-নযিআ'ত, আয়াত ৩২)

Tafsir Ahsanul Bayaan

আর পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে গ্রথিত করেছেন।

Tafsir Abu Bakr Zakaria

আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;

Tafsir Bayaan Foundation

আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।

Muhiuddin Khan

পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

Zohurul Hoque

আর পাহাড়-পর্বত -- তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন, --