কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ৩১
Qur'an Surah An-Nazi'at Verse 31
আন-নযিআ'ত [৭৯]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَخْرَجَ مِنْهَا مَاۤءَهَا وَمَرْعٰىهَاۖ (النازعات : ٧٩)
- akhraja
- أَخْرَجَ
- He brought forth
- বের করেছেন
- min'hā
- مِنْهَا
- from it
- তা হতে
- māahā
- مَآءَهَا
- its water
- তার পানি
- wamarʿāhā
- وَمَرْعَىٰهَا
- and its pasture
- ও তার উদ্ভিদ/ তৃণ
Transliteration:
Akhraja minha maa-aha wa mar 'aaha.(QS. an-Nāziʿāt:31)
English Sahih International:
He extracted from it its water and its pasture, (QS. An-Nazi'at, Ayah ৩১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি। (আন-নযিআ'ত, আয়াত ৩১)
Tafsir Ahsanul Bayaan
তিনি তা থেকে বহির্গত করেছেন তার পানি ও চারণভূমি।
Tafsir Abu Bakr Zakaria
তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,
Tafsir Bayaan Foundation
তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
Muhiuddin Khan
তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
Zohurul Hoque
এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।