কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ২৪
Qur'an Surah An-Nazi'at Verse 24
আন-নযিআ'ত [৭৯]: ২৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَقَالَ اَنَا۠ رَبُّكُمُ الْاَعْلٰىۖ (النازعات : ٧٩)
- faqāla
- فَقَالَ
- Then he said
- অতঃপর বললো
- anā
- أَنَا۠
- "I am
- "আমি
- rabbukumu
- رَبُّكُمُ
- your Lord
- তোমাদের রব
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- the Most High"
- সর্বশ্রেষ্ঠ"
Transliteration:
Faqala ana rabbu kumul-a'laa.(QS. an-Nāziʿāt:24)
English Sahih International:
And said, "I am your most exalted lord." (QS. An-Nazi'at, Ayah ২৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ রব’। (আন-নযিআ'ত, আয়াত ২৪)
Tafsir Ahsanul Bayaan
আর বলল, ‘আমিই তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক।’
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
Tafsir Bayaan Foundation
আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
Muhiuddin Khan
এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
Zohurul Hoque
এবং বললো -- ''আমিই তোমাদের প্রভু, সর্বোচ্চ।’’