Skip to content

কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ২৩

Qur'an Surah An-Nazi'at Verse 23

আন-নযিআ'ত [৭৯]: ২৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَحَشَرَ فَنَادٰىۖ (النازعات : ٧٩)

faḥashara
فَحَشَرَ
And he gathered
পরে সমবেত করল
fanādā
فَنَادَىٰ
and called out
আর ঘোষণা করল

Transliteration:

Fa hashara fanada. (QS. an-Nāziʿāt:23)

English Sahih International:

And he gathered [his people] and called out. (QS. An-Nazi'at, Ayah ২৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে লোকদেরকে একত্রিত করল আর ঘোষণা দিল। (আন-নযিআ'ত, আয়াত ২৩)

Tafsir Ahsanul Bayaan

সে সকলকে সমবেত করল এবং উচ্চ স্বরে ঘোষণা করল।[১]

[১] নিজের সম্প্রদায়কে অথবা যুদ্ধ ও লড়াই করার জন্য নিজের সৈন্য-সামন্তকে কিংবা যাদুকরদেরকে মুকাবেলা করার জন্য সমবেত করল এবং হঠকারিতা প্রদর্শন করে নিজেকেই সর্বশ্রেষ্ঠ রব (প্রভু ও প্রতিপালক) হওয়ার দাবী ঘোষণা করল।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,

Tafsir Bayaan Foundation

অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।

Muhiuddin Khan

সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

Zohurul Hoque

তারপর সে জড়ো করল এবং ঘোষণা করলো,