Skip to content

কুরআন মজীদ সূরা আন-নযিআ'ত আয়াত ২১

Qur'an Surah An-Nazi'at Verse 21

আন-নযিআ'ত [৭৯]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَكَذَّبَ وَعَصٰىۖ (النازعات : ٧٩)

fakadhaba
فَكَذَّبَ
But he denied
কিন্তু সে মিথ্যারোপ করলো
waʿaṣā
وَعَصَىٰ
and disobeyed
এবং অবাধ্য হলো

Transliteration:

Fa kazzaba wa asaa. (QS. an-Nāziʿāt:21)

English Sahih International:

But he [i.e., Pharaoh] denied and disobeyed. (QS. An-Nazi'at, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল। (আন-নযিআ'ত, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

কিন্তু সে মিথ্যাজ্ঞান করল এবং অবাধ্য হল। [১]

[১] কিন্তু এ সমস্ত প্রমাণ এবং মু'জিযা তার মধ্যে কোন প্রভাব ফেলতে পারল না এবং মিথ্যাজ্ঞান ও অবাধ্যতায় সে অটল থাকল।

Tafsir Abu Bakr Zakaria

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

Tafsir Bayaan Foundation

কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।

Muhiuddin Khan

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

Zohurul Hoque

কিন্ত সে মিথ্যা আরোপ করল ও অবাধ্য হল।