Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ৮

Qur'an Surah An-Naba Verse 8

আন-নাবা [৭৮]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًاۙ (النبإ : ٧٨)

wakhalaqnākum
وَخَلَقْنَٰكُمْ
And We created you
এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
azwājan
أَزْوَٰجًا
(in) pairs
জোড়ায় জোড়ায়

Transliteration:

Wa khalaq naakum azwaaja (QS. an-Nabaʾ:8)

English Sahih International:

And We created you in pairs. (QS. An-Naba, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। (আন-নাবা, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।[১]

[১] অর্থাৎ,পুরুষ ও স্ত্রী, নর ও নারী। অথবা أزواج -এর অর্থ হল নানা ধরন ও রঙ। অর্থাৎ, তিনি বিচিত্র ধরনের আকার-আকৃতি ও রঙে-বর্ণে সৃষ্টি করেছেন। সুশ্রী-কুশ্রী, লম্বা-বেঁটে, গৌরবর্ণ-কৃষ্ণবর্ণ ইত্যাদি বিভিন্ন বৈচিত্রে সৃষ্টি করেছেন।

Tafsir Abu Bakr Zakaria

আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,

Tafsir Bayaan Foundation

আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।

Muhiuddin Khan

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

Zohurul Hoque

আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়;