Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ৩৬

Qur'an Surah An-Naba Verse 36

আন-নাবা [৭৮]: ৩৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

جَزَاۤءً مِّنْ رَّبِّكَ عَطَاۤءً حِسَابًاۙ (النبإ : ٧٨)

jazāan
جَزَآءً
(As) a reward
পুরস্কার
min
مِّن
from
পক্ষ হতে
rabbika
رَّبِّكَ
your Lord
তোমার রবের
ʿaṭāan
عَطَآءً
a gift
(এ ছাড়াও) দান
ḥisāban
حِسَابًا
(according to) account
যথোচিত

Transliteration:

Jazaa-am mir-rabbika ataa-an hisaaba (QS. an-Nabaʾ:36)

English Sahih International:

[As] reward from your Lord, [a generous] gift [made due by] account, (QS. An-Naba, Ayah ৩৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান। (আন-নাবা, আয়াত ৩৬)

Tafsir Ahsanul Bayaan

(এ হবে তাদের জন্য) তোমার প্রতিপালকের তরফ থেকে প্রতিদান, যথেষ্ট অনুদান। [১]

[১] عطاء -এর সাথে حساب শব্দটি অতিশয়োক্তি স্বরূপ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ, সেখানে আল্লাহর দান, প্রতিদান ও অনুদানের পর্যাপ্তি ও প্রাচুর্য থাকবে।

Tafsir Abu Bakr Zakaria

আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ [১] ,

[১] লক্ষণীয় যে, এসব নেয়ামত বর্ণনা করে বলা হয়েছে, জান্নাতের এসব নেয়ামত মুমিনদের প্রতিদান এবং আপনার রবের পক্ষ থেকে পর্যাপ্ত দান। এখানে জান্নাতের নেয়ামতসমূহকে প্রথমে কর্মের প্রতিদান ও পরে আল্লাহ্র দান বলা হয়েছে। প্রতিদান শব্দের পরে আবার যথেষ্ট পুরস্কার দেবার কথা বলার অর্থ এ দাঁড়ায় যে, তারা নিজেদের সৎকাজের বিনিময়ে যে প্রতিদান লাভের অধিকারী হবে কেবলমাত্র ততটুকুই তাদেরকে দেয়া হবে না বরং তার ওপর অতিরিক্ত পুরস্কার এবং অনেক বেশী পুরস্কার দেয়া হবে। বিপরীত পক্ষে জাহান্নামবাসীদের জন্য কেবলমাত্র এতটুকুই বলা হয়েছে যে, তাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে। অর্থাৎ তাদের যে পরিমাণ অপরাধ তার চেয়ে বেশী শাস্তি দেয়া হবে না এবং কমও দেয়া হবে না। [দেখুন, তাতিম্মাতু আদ্ওয়াউল বায়ান] কুরআন মজীদের বিভিন্ন স্থানে একথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যেমন সূরা ইউনুস ২৬-২৭ আয়াত, আন নাম্ল ৮৯-৯০ আয়াত, আল কাসাস ৮৪ আয়াত, সাবা ৩৩ আয়াত এবং আল মু‘মিন ৪০ আয়াত।

Tafsir Bayaan Foundation

তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।

Muhiuddin Khan

এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,

Zohurul Hoque

তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, -- হিসাবমতো পুরস্কার, --