কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ৩৪
Qur'an Surah An-Naba Verse 34
আন-নাবা [৭৮]: ৩৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّكَأْسًا دِهَاقًاۗ (النبإ : ٧٨)
- wakasan
- وَكَأْسًا
- And a cup
- এবং পানপাত্র
- dihāqan
- دِهَاقًا
- full
- পূর্ণ
Transliteration:
Wa ka'san di haaqa(QS. an-Nabaʾ:34)
English Sahih International:
And a full cup. (QS. An-Naba, Ayah ৩৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এবং পরিপূর্ণ পানপাত্র। (আন-নাবা, আয়াত ৩৪)
Tafsir Ahsanul Bayaan
এবং পরিপূর্ণ পানপাত্র। [১]
[১] دهاقًا -এর অর্থঃ পরিপূর্ণ কিংবা একের পর এক নিরবচ্ছিন্ন অথবা তা স্বচ্ছ ও নির্মল হবে। كأس এমন পানপাত্রকে বলা হয়, যা পূর্ণরূপে ভর্তি থাকে।
Tafsir Abu Bakr Zakaria
এবং পরিপূর্ণ পানিপাত্র।
Tafsir Bayaan Foundation
আর পরিপূর্ণ পানপাত্র।
Muhiuddin Khan
এবং পূর্ণ পানপাত্র।
Zohurul Hoque
আর পরিপূর্ণ পানপাত্র।