কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ২৪
Qur'an Surah An-Naba Verse 24
আন-নাবা [৭৮]: ২৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًاۙ (النبإ : ٧٨)
- lā
 - لَّا
 - Not
 - না
 
- yadhūqūna
 - يَذُوقُونَ
 - they will taste
 - তারা স্বাদ গ্রহণ করবে
 
- fīhā
 - فِيهَا
 - therein
 - তার মধ্যে
 
- bardan
 - بَرْدًا
 - coolness
 - ঠাণ্ডা
 
- walā
 - وَلَا
 - and not
 - আর না
 
- sharāban
 - شَرَابًا
 - any drink
 - পানীয়
 
Transliteration:
Laa ya zooqoona feeha bar daw walaa sharaaba(QS. an-Nabaʾ:24)
English Sahih International:
They will not taste therein [any] coolness or drink. (QS. An-Naba, Ayah ২৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না (আন-নাবা, আয়াত ২৪)
Tafsir Ahsanul Bayaan
সেখানে তারা কোন ঠান্ডা (বস্তুর) স্বাদ গ্রহণ করতে পাবে না, আর কোন পানীয়ও (পাবে না);
Tafsir Abu Bakr Zakaria
সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোন পানীয়--- 
 
Tafsir Bayaan Foundation
সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়।
Muhiuddin Khan
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
Zohurul Hoque
তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের --