কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ২২
Qur'an Surah An-Naba Verse 22
আন-নাবা [৭৮]: ২২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لِّلطّٰغِيْنَ مَاٰبًاۙ (النبإ : ٧٨)
- lilṭṭāghīna
- لِّلطَّٰغِينَ
- For the transgressors
- সীমালঙ্ঘনকারীদের জন্য
- maāban
- مَـَٔابًا
- a place of return
- প্রত্যাবর্তনস্থল
Transliteration:
Lit taa gheena ma aaba(QS. an-Nabaʾ:22)
English Sahih International:
For the transgressors, a place of return, (QS. An-Naba, Ayah ২২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(আর তা হল) সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। (আন-নাবা, আয়াত ২২)
Tafsir Ahsanul Bayaan
সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল রূপে।
Tafsir Abu Bakr Zakaria
সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।
Tafsir Bayaan Foundation
সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।
Muhiuddin Khan
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
Zohurul Hoque
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল; --