Skip to content

কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ২১

Qur'an Surah An-Naba Verse 21

আন-নাবা [৭৮]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاۙ (النبإ : ٧٨)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
jahannama
جَهَنَّمَ
Hell
জাহান্নাম
kānat
كَانَتْ
is
হলো
mir'ṣādan
مِرْصَادًا
lying in wait
ঘাঁটি

Transliteration:

Inna jahan nama kaanat mirsaada (QS. an-Nabaʾ:21)

English Sahih International:

Indeed, Hell has been lying in wait (QS. An-Naba, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

জাহান্নাম তো ওঁৎ পেতে আছে, (আন-নাবা, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে -[১]

[১]ওঁৎ পাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয়, যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়। যাতে সেখান হতে তার অতিক্রম করার সময় তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় ঐরূপ বসে আছেন। অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য ওঁৎ পেতে অপেক্ষা করছে।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান;

Tafsir Bayaan Foundation

নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।

Muhiuddin Khan

নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,

Zohurul Hoque

নিঃসন্দেহ জাহান্নাম -- তা প্রতীক্ষায় রয়েছে --