কুরআন মজীদ সূরা আন-নাবা আয়াত ২
Qur'an Surah An-Naba Verse 2
আন-নাবা [৭৮]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ (النبإ : ٧٨)
- ʿani
- عَنِ
- About
- সম্পর্কে
- l-naba-i
- ٱلنَّبَإِ
- the News
- সংবাদ
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the Great
- মহা (অর্থাৎ কিয়ামত)
Transliteration:
'Anin-nabaa-il 'azeem(QS. an-Nabaʾ:2)
English Sahih International:
About the great news - (QS. An-Naba, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(ক্বিয়ামত সংঘটিত হওয়ার) সেই মহা সংবাদের বিষয়ে, (আন-নাবা, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
সেই মহা সংবাদ বিষয়ে।
Tafsir Abu Bakr Zakaria
মহাসংবাদটির বিষয়ে [১],
[১] অর্থাৎ তারা কি বিষয়ে পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে? অতঃপর আল্লাহ্ নিজেই উত্তর দিয়েছেন যে, মহাখবর সম্পর্কে। তাফসীরবিদ মুজাহিদ বলেন, এখানে মহাখবর বলে কুরআনকে উদ্দেশ্য নেয়া হয়েছে। কাতাদাহ বলেন, এখানে মহাখবর বলে কেয়ামত বোঝানো হয়েছে। এখানে এটাই প্রাধান্যপ্রাপ্ত মত। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
মহাসংবাদটি সম্পর্কে,
Muhiuddin Khan
মহা সংবাদ সম্পর্কে,
Zohurul Hoque
সেই মহাসংবাদ সন্বন্ধে --