কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৪৯
Qur'an Surah Al-Mursalat Verse 49
আল মুরসালাত [৭৭]: ৪৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)
- waylun
- وَيْلٌ
- Woe
- ধ্বংস
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- সেদিন
- lil'mukadhibīna
- لِّلْمُكَذِّبِينَ
- to the deniers
- মিথ্যারপকারিদের জন্যে
Transliteration:
Wailunny yawma 'izil lilmukazzibeen(QS. al-Mursalāt:49)
English Sahih International:
Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ৪৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। (আল মুরসালাত, আয়াত ৪৯)
Tafsir Ahsanul Bayaan
সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য। [১]
[১] অর্থাৎ, তাদের জন্য দুর্ভোগ, যারা আল্লাহর আদেশাবলী ও নিষেধাবলীকে অমান্য করেছে।
Tafsir Abu Bakr Zakaria
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
Tafsir Bayaan Foundation
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
Muhiuddin Khan
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
Zohurul Hoque
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!