Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৪৫

Qur'an Surah Al-Mursalat Verse 45

আল মুরসালাত [৭৭]: ৪৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)

waylun
وَيْلٌ
Woe
ধ্বংস
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
সেদিন
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
to the deniers
মিথ্যারপকারিদের জন্যে

Transliteration:

Wailuny yawma 'izil lilmuzkazzibeen (QS. al-Mursalāt:45)

English Sahih International:

Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ৪৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। (আল মুরসালাত, আয়াত ৪৫)

Tafsir Ahsanul Bayaan

সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য। [১]

[১] আল্লাহভীরুদের ভাগে জুটবে জান্নাতের নিয়ামত এবং ওদের ভাগে জুটবে বড়ই দুর্ভাগ্য।

Tafsir Abu Bakr Zakaria

সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।

Tafsir Bayaan Foundation

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

Muhiuddin Khan

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

Zohurul Hoque

ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!