কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৪৩
Qur'an Surah Al-Mursalat Verse 43
আল মুরসালাত [৭৭]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤـًٔا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (المرسلات : ٧٧)
- kulū
- كُلُوا۟
- "Eat
- "তোমরা খাও
- wa-ish'rabū
- وَٱشْرَبُوا۟
- and drink
- ও পান করো
- hanīan
- هَنِيٓـًٔۢا
- (in) satisfaction
- স্বাদ নিয়ে
- bimā
- بِمَا
- for what
- যা বিনিময়ে
- kuntum
- كُنتُمْ
- you used
- তোমরা
- taʿmalūna
- تَعْمَلُونَ
- (to) do"
- (তোমরা) করতে"
Transliteration:
Kuloo washraboo haneee 'am bimaa kuntum ta'maloon(QS. al-Mursalāt:43)
English Sahih International:
[Being told], "Eat and drink in satisfaction for what you used to do." (QS. Al-Mursalat, Ayah ৪৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ। (আল মুরসালাত, আয়াত ৪৩)
Tafsir Ahsanul Bayaan
তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর। [১]
[১] এটা অনুগ্রহ স্বরূপ বলা হবে না। بِمَا كُنْتُمْ এ بَ হরফটি কারণ বর্ণনাকারীরূপে ব্যবহূত হয়েছে। অর্থাৎ, জান্নাতের এই নিয়ামতগুলো সেই নেক কাজগুলোর কারণে তোমরা পেয়েছ, যা তোমরা দুনিয়াতে করেছিলে। এর অর্থ হল, আল্লাহর যে রহমতের অসীলায় মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেই রহমত লাভ করার মাধ্যম হল সৎকর্মাবলী। যারা সৎকর্ম ছাড়াই আল্লাহর রহমত ও তাঁর ক্ষমা পাওয়ার আশাবাদী, তাদের দৃষ্টান্ত ঠিক সেই চাষীর মত, যে জমিতে চাষ না দিয়েই এবং বীজ না বুনেই ফসল পাওয়ার আশাবাদী হয়ে বসে থাকে। অথবা তার মত যে নিম গাছের বীজ লাগিয়ে আঙ্গুর ফলের আশা রাখে।
Tafsir Abu Bakr Zakaria
‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।’
Tafsir Bayaan Foundation
(তাদেরকে বলা হবে) ‘তোমরা যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর;
Muhiuddin Khan
বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
Zohurul Hoque
''খাও আর পিয়ো মহানন্দে যা তোমরা করে চলেছিলে সেজন্য।’’