Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৪২

Qur'an Surah Al-Mursalat Verse 42

আল মুরসালাত [৭৭]: ৪২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَۗ (المرسلات : ٧٧)

wafawākiha
وَفَوَٰكِهَ
And fruits
এবং ফলমূল (পাবে)
mimmā
مِمَّا
from what
যা (তা) থেকে
yashtahūna
يَشْتَهُونَ
they desire
তারা চাইবে

Transliteration:

Wa fawaakiha mimmaa yastahoon (QS. al-Mursalāt:42)

English Sahih International:

And fruits from whatever they desire, (QS. Al-Mursalat, Ayah ৪২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে। (আল মুরসালাত, আয়াত ৪২)

Tafsir Ahsanul Bayaan

তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। [১]

[১] সর্বপ্রকার ফল-মূল। যখনই তারা তা খেতে ইচ্ছা করবে, তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে।

Tafsir Abu Bakr Zakaria

আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

Tafsir Bayaan Foundation

আর নিজদের বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে।

Muhiuddin Khan

এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

Zohurul Hoque

আর ফলফসলের মধ্যে যা তারা পেতে চায়।