Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৩৮

Qur'an Surah Al-Mursalat Verse 38

আল মুরসালাত [৭৭]: ৩৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

هٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ (المرسلات : ٧٧)

hādhā
هَٰذَا
This
এটা
yawmu
يَوْمُ
(is the) Day
দিন
l-faṣli
ٱلْفَصْلِۖ
(of) Judgment;
ফয়সালার
jamaʿnākum
جَمَعْنَٰكُمْ
We have gathered you
তোমাদেরকে আমরা একত্র করেছি
wal-awalīna
وَٱلْأَوَّلِينَ
and the former (people)
ও (তোমাদের) পূর্ববতীদেরকে

Transliteration:

Haaza yawmul fasli jama 'naakum wal awwaleen (QS. al-Mursalāt:38)

English Sahih International:

This is the Day of Judgement; We will have assembled you and the former peoples. (QS. Al-Mursalat, Ayah ৩৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে। (আল মুরসালাত, আয়াত ৩৮)

Tafsir Ahsanul Bayaan

এটাই ফায়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। [১]

[১] এ কথা মহান আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলবেন। আমি তোমাদের পূর্বাপর সকলকে আমার পরিপূর্ণ শক্তি দ্বারা ফায়সালা করার জন্য একই ময়দানে একত্রিত করে নিয়েছি।

Tafsir Abu Bakr Zakaria

‘এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূৰ্ববর্তীদেরকে।’

Tafsir Bayaan Foundation

এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি।

Muhiuddin Khan

এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

Zohurul Hoque

এই হচ্ছে ফয়সালা করার দিন, আমরা তোমাদের সমবেত করেছি, আর পূর্ববর্তীদেরও।