Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ৩৩

Qur'an Surah Al-Mursalat Verse 33

আল মুরসালাত [৭৭]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌۗ (المرسلات : ٧٧)

ka-annahu
كَأَنَّهُۥ
As if they (were)
তা যেন
jimālatun
جِمَٰلَتٌ
camels
উট সমূহ
ṣuf'run
صُفْرٌ
yellow
হলুদ বর্ণের

Transliteration:

Ka annahoo jimaalatun sufr (QS. al-Mursalāt:33)

English Sahih International:

As if they were yellowish [black] camels. (QS. Al-Mursalat, Ayah ৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যেন হলুদ রঙ্গের উটের সারি, (আল মুরসালাত, আয়াত ৩৩)

Tafsir Ahsanul Bayaan

ওটা হলুদ বরণ উটদলের মত। [১]

[১] صُفْرٌ হল أَصْفَرٌ এর বহুবচন (হলুদ বর্ণ)। কিন্তু আরবদের নিকট এর ব্যবহার কালো অর্থেও হয়ে থাকে। এই দিক দিয়ে অর্থ হবে, তার এক একটি স্ফুলিঙ্গ এত বড় হবে, যেমন অট্টালিকা বা দুর্গ। আবার প্রত্যেক স্ফুলিঙ্গের আরো অনেক বড় বড় খন্ড হবে, যেমন হয় উট।

Tafsir Abu Bakr Zakaria

তা যেন পীতবর্ণ উটের শ্রেণী [১] ,

[১] অর্থাৎ জাহান্নামের প্রত্যেকটি স্ফুলিঙ্গ প্রাসাদের মত বড় হবে। আর যখন এসব বড় বড় স্ফুলিঙ্গ উথিত হয়ে ছড়িয়ে পড়বে এবং চারদিকে উড়তে থাকবে তখন মনে হবে যেন কালো কিছুটা হলুদ বর্ণের উটসমূহ লম্ফ ঝম্ফ করছে। [মুয়াসসার]

Tafsir Bayaan Foundation

তা যেন হলুদ উষ্ট্রী।

Muhiuddin Khan

যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

Zohurul Hoque

''যেন সেগুলো হলুদবরণ উটের পাল।’’