Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ২৯

Qur'an Surah Al-Mursalat Verse 29

আল মুরসালাত [৭৭]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنْطَلِقُوْٓا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۚ (المرسلات : ٧٧)

inṭaliqū
ٱنطَلِقُوٓا۟
"Proceed
"তোমরাা চলো
ilā
إِلَىٰ
to
(তার) দিকে
مَا
what
যা
kuntum
كُنتُم
you used
তোমরা
bihi
بِهِۦ
in it
সে সম্পর্কে
tukadhibūna
تُكَذِّبُونَ
(to) deny
মিথ্যারোপ করতে

Transliteration:

Intaliqooo ilaa maa kuntum bihee tukazziboon (QS. al-Mursalāt:29)

English Sahih International:

[They will be told], "Proceed to that which you used to deny. (QS. Al-Mursalat, Ayah ২৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে। (আল মুরসালাত, আয়াত ২৯)

Tafsir Ahsanul Bayaan

তোমরা যাকে মিথ্যাজ্ঞান করতে, চল তারই দিকে। [১]

[১] এ কথা ফিরিশতারা জাহান্নামীদেরকে বলবেন।

Tafsir Abu Bakr Zakaria

তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।

Tafsir Bayaan Foundation

(তাদেরকে বলা হবে), তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন কর।

Muhiuddin Khan

চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

Zohurul Hoque

''তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, --