Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ২১

Qur'an Surah Al-Mursalat Verse 21

আল মুরসালাত [৭৭]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَجَعَلْنٰهُ فِيْ قَرَارٍ مَّكِيْنٍ (المرسلات : ٧٧)

fajaʿalnāhu
فَجَعَلْنَٰهُ
Then We placed it
তা আমরা আটকিয়ে অতঃপর রেখেছি
فِى
in
মধ্যে
qarārin
قَرَارٍ
an abode
স্থানের
makīnin
مَّكِينٍ
safe
সংরক্ষিত

Transliteration:

Faja'alnaahu fee qaraarim makeen (QS. al-Mursalāt:21)

English Sahih International:

And We placed it in a firm lodging [i.e., the womb] (QS. Al-Mursalat, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে। (আল মুরসালাত, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ আধারে। [১]

[১] অর্থাৎ, মায়ের গর্ভাশয়ে।

Tafsir Abu Bakr Zakaria

তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে [১] ,

[১] অর্থাৎ মায়ের গর্ভস্থল। একে মহান আল্লাহ্ তা‘আলা মুক্ত বাতাস থেকেও সংরক্ষণ করেছেন। [তাতিস্মাতু আদ্ওয়াউল বায়ান]

Tafsir Bayaan Foundation

অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে

Muhiuddin Khan

অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

Zohurul Hoque

তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, --