কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ২০
Qur'an Surah Al-Mursalat Verse 20
আল মুরসালাত [৭৭]: ২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّاۤءٍ مَّهِيْنٍۙ (المرسلات : ٧٧)
- alam
- أَلَمْ
- Did not
- নাই কি
- nakhluqkkum
- نَخْلُقكُّم
- We create you
- তোমাদেরকে সৃষ্টি আমরা করি
- min
- مِّن
- from
- থেকে
- māin
- مَّآءٍ
- a water
- পানি
- mahīnin
- مَّهِينٍ
- despicable?
- তুচ্ছ
Transliteration:
Alam nakhlukkum mimmaaa'im maheen(QS. al-Mursalāt:20)
English Sahih International:
Did We not create you from a liquid disdained? (QS. Al-Mursalat, Ayah ২০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি? (আল মুরসালাত, আয়াত ২০)
Tafsir Ahsanul Bayaan
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি।
Tafsir Abu Bakr Zakaria
আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?
Tafsir Bayaan Foundation
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করিনি?
Muhiuddin Khan
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
Zohurul Hoque
তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে?