কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ২
Qur'an Surah Al-Mursalat Verse 2
আল মুরসালাত [৭৭]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَالْعٰصِفٰتِ عَصْفًاۙ (المرسلات : ٧٧)
- fal-ʿāṣifāti
- فَٱلْعَٰصِفَٰتِ
- And the winds that blow
- অতঃপর ঝটিকার
- ʿaṣfan
- عَصْفًا
- violently
- প্রলংকরী
Transliteration:
Fal'aasifaati 'asfaa(QS. al-Mursalāt:2)
English Sahih International:
And the winds that blow violently (QS. Al-Mursalat, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে, (আল মুরসালাত, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
আর প্রলয়ঙ্করী ঝটিকার, [১]
[১] অথবা সেই ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে, যাদেরকে কোন কোন সময় ঝড়ের আযাবের সাথে প্রেরণ করা হয়।
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর প্রলয়ংকরী ঝটিকার,
Tafsir Bayaan Foundation
আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
Muhiuddin Khan
সজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
Zohurul Hoque
আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,