কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ১২
Qur'an Surah Al-Mursalat Verse 12
আল মুরসালাত [৭৭]: ১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لِاَيِّ يَوْمٍ اُجِّلَتْۗ (المرسلات : ٧٧)
- li-ayyi
- لِأَىِّ
- For what
- কোন জন্য
- yawmin
- يَوْمٍ
- Day
- দিনের
- ujjilat
- أُجِّلَتْ
- are (these) postponed?
- স্থগিত করা হয়েছে
Transliteration:
Li ayyi yawmin ujjilat(QS. al-Mursalāt:12)
English Sahih International:
For what Day was it postponed? (QS. Al-Mursalat, Ayah ১২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে? (আল মুরসালাত, আয়াত ১২)
Tafsir Ahsanul Bayaan
এই সমুদয় বিলম্বিত করা হয়েছে কোন্ দিবসের জন্য? [১]
[১] এখানে জিজ্ঞাসা মাহাত্ম্য ও বিস্ময় প্রকাশের জন্য। অর্থাৎ, কি মহান দিনের জন্য, ঐ নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে; যেদিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর হবে।
Tafsir Abu Bakr Zakaria
এ-সব স্থগিত রাখা হয়েছে কোন্ দিনের জন্য?
Tafsir Bayaan Foundation
কোন্ দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল?
Muhiuddin Khan
এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
Zohurul Hoque
কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?