কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ১০
Qur'an Surah Al-Mursalat Verse 10
আল মুরসালাত [৭৭]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ (المرسلات : ٧٧)
- wa-idhā
- وَإِذَا
- And when
- যখন এবং
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- পর্বত সমূহকে
- nusifat
- نُسِفَتْ
- are blown away
- ধুনে ফেলা হবে
Transliteration:
Wa izal jibaalu nusifat(QS. al-Mursalāt:10)
English Sahih International:
And when the mountains are blown away (QS. Al-Mursalat, Ayah ১০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যখন পবর্তমালা ধুনিত হবে। (আল মুরসালাত, আয়াত ১০)
Tafsir Ahsanul Bayaan
যখন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে। [১]
[১] অর্থাৎ, সেগুলোকে যমীন থেকে উপড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে এবং তা একেবারে পরিষ্কার ও সমতল হয়ে যাবে।
Tafsir Abu Bakr Zakaria
আর যখন পর্বতমালা চূৰ্ণবিচূর্ণ করা হবে,
Tafsir Bayaan Foundation
আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
Muhiuddin Khan
যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
Zohurul Hoque
আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে,