Skip to content

কুরআন মজীদ সূরা আল মুরসালাত আয়াত ১

Qur'an Surah Al-Mursalat Verse 1

আল মুরসালাত [৭৭]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْمُرْسَلٰتِ عُرْفًاۙ (المرسلات : ٧٧)

wal-mur'salāti
وَٱلْمُرْسَلَٰتِ
By the ones sent forth
শপথ প্রেরিত (বায়ুর)
ʿur'fan
عُرْفًا
one after another
কল্যাণ সুরূপ

Transliteration:

Wal mursalaati'urfaa (QS. al-Mursalāt:1)

English Sahih International:

By those [winds] sent forth in gusts (QS. Al-Mursalat, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে, (আল মুরসালাত, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

শপথ কল্যাণ স্বরূপ প্রেরিত অবিরাম বায়ুর। [১]

[১] এই অর্থের দিক দিয়ে عُرْفًا এর মানে হবে অবিরাম। কেউ কেউ مُرْسَلاَتٌ থেকে ফিরিশতা অথবা আম্বিয়া অর্থ নিয়েছেন। এই ক্ষেত্রে عُرْفًا এর অর্থ হবে আল্লাহর অহী বা শরীয়তের বিধি-বিধান। আরবী ব্যাকরণ অনুযায়ী এটা হল 'মাফউল লাহু' অর্থাৎ, لأَجْلِ الْعُرْفِ অথবা 'যের' দানকারী হরফকে বাদ দেওয়ার কারণে তাতে 'যবর' হয়েছে; আসলে ছিল بِالْعُرْفِ

Tafsir Abu Bakr Zakaria

শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,

[১] আবদুল্লাহ্ ইবনে-মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমরা এক গুহায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে উপস্থিত ছিলাম। ইত্যবসরে সূরা মুরাসালাত অবতীর্ণ হল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরাটি আবৃত্তি করলেন আর আমি তা শুনে মুখস্থ করলাম। সূরার মিষ্টতায় তার মুখমন্ডল সতেজ দেখাচ্ছিল। হঠাৎ একটি সাপ আমাদের উপর আক্রমণোদ্যত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিলেন। আমরা সাপের দিকে অগ্রসর হলাম, কিন্তু তা পালিয়ে গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা যেমন তার অনিষ্ট থেকে নিরাপদ হয়েছ, তেমনি সেও তোমাদের অনিষ্ট থেকে নিরাপদ হয়েছে। [বুখারী; ৩৩১৭, মুসলিম; ২২৩৪]

সূরা সংক্রান্ত আলোচনাঃ

আয়াত সংখ্যাঃ ৫০ আয়াত।

নাযিল হওয়ার স্থানঃ মক্কী।

। রহমান, রহীম আল্লাহ্র নামে।

Tafsir Bayaan Foundation

কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,

Muhiuddin Khan

কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

Zohurul Hoque

ভাবো প্রেরিতপুরুষগণের কথা -- একের পর এক,