Skip to content

কুরআন মজীদ সূরা আদ-দাহর আয়াত ৩১

Qur'an Surah Al-Insan Verse 31

আদ-দাহর [৭৬]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

يُّدْخِلُ مَنْ يَّشَاۤءُ فِيْ رَحْمَتِهٖۗ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ (الانسان : ٧٦)

yud'khilu
يُدْخِلُ
He admits
প্রবেশ করান
man
مَن
whom
যাকে
yashāu
يَشَآءُ
He wills
তিনি চান
فِى
to
মধ্যে
raḥmatihi
رَحْمَتِهِۦۚ
His mercy
তাঁর রহমতের
wal-ẓālimīna
وَٱلظَّٰلِمِينَ
but (for) the wrongdoers
এবং যালেমদের
aʿadda
أَعَدَّ
He has prepared
প্রস্তুত রেখেছেন
lahum
لَهُمْ
for them
তাদের জন্যে
ʿadhāban
عَذَابًا
a punishment
আযাব
alīman
أَلِيمًۢا
painful
বড় পীড়াদায়ক

Transliteration:

Yudkhilu mai yashaaa'u fee rahmatih; wazzaalimeena a'adda lahum 'azaaban aleemaa (QS. al-ʾInsān:31)

English Sahih International:

He admits whom He wills into His mercy; but the wrongdoers – He has prepared for them a painful punishment. (QS. Al-Insan, Ayah ৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি যাকে ইচ্ছে তাঁর রাহমাতে দাখিল করেন। আর যালিমরা- তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন বড়ই পীড়াদায়ক শাস্তি। (আদ-দাহর, আয়াত ৩১)

Tafsir Ahsanul Bayaan

তিনি যাকে ইচ্ছা তাঁর করুণার অন্তর্ভুক্ত করেন। আর যালেমরা; তাদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। [১]

[১] الظَّالِمِيْنَ কর্মপদ। কারণ এর পূর্বে يُعَذِّبُ ক্রিয়াপদ ঊহ্য আছে।

Tafsir Abu Bakr Zakaria

তিনি যাকে ইচ্ছে তাঁর অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু যালেমরা- তাদের জন্য তিনি প্ৰস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।

Tafsir Bayaan Foundation

যাকে ইচ্ছা তিনি স্বীয় রহমতে প্রবেশ করাবেন এবং যালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব।

Muhiuddin Khan

তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।

Zohurul Hoque

তিনি যাকে ইচ্ছা করেন তাকে তাঁর অনুগ্রহের মধ্যে প্রবেশ করান। কিন্ত অন্যায়কারীরা -- তাদের জন্য তিনি তৈরি করেছেন মর্মন্তুদ শাস্তি।