Skip to content

কুরআন মজীদ সূরা আদ-দাহর আয়াত ২৭

Qur'an Surah Al-Insan Verse 27

আদ-দাহর [৭৬]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَاۤءَهُمْ يَوْمًا ثَقِيْلًا (الانسان : ٧٦)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়
hāulāi
هَٰٓؤُلَآءِ
these
ঐসব লোক
yuḥibbūna
يُحِبُّونَ
love
ভালবাসে
l-ʿājilata
ٱلْعَاجِلَةَ
the immediate
দ্রুত অর্জিত ( বৈষয়িক স্বার্থ)
wayadharūna
وَيَذَرُونَ
and leave
এবং তারা উপেক্ষা করে
warāahum
وَرَآءَهُمْ
behind them
তাদের পিছনে
yawman
يَوْمًا
a Day
দিনকে
thaqīlan
ثَقِيلًا
grave
ভারী

Transliteration:

Inna haaa'ulaa'i yuhibboona 'aajilata wa yazaroona waraaa'ahum yawman saqeelaa (QS. al-ʾInsān:27)

English Sahih International:

Indeed, these [disbelievers] love the immediate and leave behind them a grave Day. (QS. Al-Insan, Ayah ২৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে। (আদ-দাহর, আয়াত ২৭)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় তারা ত্বরান্বিত (পার্থিব) জীবনকে ভালবাসে[১] এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। [২]

[১] অর্থাৎ, মক্কার কাফেররা এবং তাদের মত অন্য লোকেরা দুনিয়ার মায়াজালে বন্দী এবং তাদের সমস্ত চেষ্টা ও মনোযোগ এরই জন্য ব্যয়িত।

[২] অর্থাৎ, কিয়ামতকে। তার কঠিনতা ও ভয়াবহতার কারণে তাকে (কঠিন ও) ভারী দিন বলা হয়েছে। আর 'উপেক্ষা করে চলে' অর্থ, তার জন্য প্রস্তুতি গ্রহণ করে না এবং তার কোন পরোয়াও করে না।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় তারা ভালবাসে দুনিয়ার জীবনকে আর তারা তাদের সামনের কঠিন দিনকে উপেক্ষা করে চলে [১]।

[১] অর্থাৎ মক্কার কাফেররা যে কারণে আখলাক ও আকীদা-বিশ্বাসের ক্ষেত্রে গোমরাহীকে আঁকড়ে ধরে থাকতে আগ্রহী এবং তাদের কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যের আহ্বানের প্রতি অমনযোগী, প্রকৃতপক্ষে সে কারণ হলো, তাদের দুনিয়া-পূজা এবং আখেরাত সম্পর্কে নিরুদ্বিগ্নতা, উদাসীনতা ও বেপরোয়া ভাব। [দেখুন, ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালবাসে আর তাদের সামনে রেখে দেয় এক কঠিন দিন।

Muhiuddin Khan

নিশ্চয় এরা পার্থিব জীবনকে ভালবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে।

Zohurul Hoque

নিঃসন্দেহ এরা ভালবাসে অস্থায়ী জীবন, আর অবহেলা করে এদের সামনের এক কঠিন দিনকে।