Skip to content

কুরআন মজীদ সূরা আদ-দাহর আয়াত ১৩

Qur'an Surah Al-Insan Verse 13

আদ-দাহর [৭৬]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مُّتَّكِـِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًاۚ (الانسان : ٧٦)

muttakiīna
مُّتَّكِـِٔينَ
Reclining
হেলান দিয়ে বসবে
fīhā
فِيهَا
therein
তার মধ্যে
ʿalā
عَلَى
on
উপর
l-arāiki
ٱلْأَرَآئِكِۖ
couches
উচ্চাসনসমুহের
لَا
Not
না
yarawna
يَرَوْنَ
they will see
তারা দেখবে
fīhā
فِيهَا
therein
তারমধ্যে
shamsan
شَمْسًا
any sun
রোদ্রতাপ
walā
وَلَا
and not
এবং না
zamharīran
زَمْهَرِيرًا
freezing cold
শীতের প্রকোপ

Transliteration:

muttaki'eena feeha 'alal araaa 'iki laa yarawna feehaa shamsanw wa laa zamhareeraa (QS. al-ʾInsān:13)

English Sahih International:

[They will be] reclining therein on adorned couches. They will not see therein any [burning] sun or [freezing] cold. (QS. Al-Insan, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেখানে তারা উচ্চ আসনগুলোতে হেলান দিয়ে বসবে, সেখানে তারা দেখবে না অতি গরম, আর অতি শীত। (আদ-দাহর, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। [১]

[১] زَمْهَرِيْرٌ কঠিন শীতকে বলা হয়। অর্থাৎ, সেখানে সর্বদা একই রকম আবহাওয়া থাকবে। আর সেটা হবে বসন্তকাল; না গরম, আর না ঠান্ডা।

Tafsir Abu Bakr Zakaria

সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে, তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না [১] ।

[১] কারণ খুব গরম ও খুব শীত তো জাহান্নাম থেকে নিৰ্গত হয়। জান্নাতবাসীরা সেটা কোনক্রমেই পাবে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল যে, হে রব! আমার একাংশ (গরম অংশ) অপর অংশ (ঠাণ্ডা অংশ) কে শেষ করে দিল। তখন তাকে দু’টি নিঃশ্বাস ফেলার অনুমতি দেয়া হলো। একটি শীতকালে অপরটি গ্ৰীষ্মকালে। সেটাই তা তোমরা কঠিন গরম আকারে গ্ৰীষ্মকালে পাও এবং কঠিন শীত আকারে শীতকালে অনুভব কর।” [বুখারী; ৩২৬০, মুসলিম; ৬১৭]

Tafsir Bayaan Foundation

তারা সেখানে সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম, আর না অত্যধিক শীত।

Muhiuddin Khan

তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রৌদ্র ও শৈত্য অনুভব করবে না।

Zohurul Hoque

তারা সেখানে সমাসীন থাকবে রাজকীয় আসনে, তারা সেখানে দেখতে পাবে না সূর্যোত্তাপ, না কোনো কনকনে ঠান্ডা,