Skip to content

কুরআন মজীদ সূরা আল ক্বেয়ামাহ আয়াত ১৫

Qur'an Surah Al-Qiyamah Verse 15

আল ক্বেয়ামাহ [৭৫]: ১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗۗ (القيامة : ٧٥)

walaw
وَلَوْ
Even if
এবং যদিও
alqā
أَلْقَىٰ
he presents
পেশ করে সে
maʿādhīrahu
مَعَاذِيرَهُۥ
his excuses
তার অজুহাত সমূহ

Transliteration:

Wa law alqaa ma'aazeerah (QS. al-Q̈iyamah:15)

English Sahih International:

Even if he presents his excuses. (QS. Al-Qiyamah, Ayah ১৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যদিও সে নানান অজুহাত পেশ করে। (আল ক্বেয়ামাহ, আয়াত ১৫)

Tafsir Ahsanul Bayaan

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। [১]

[১] অর্থাৎ লড়াই করুক, ঝগড়া করুক, আর যত অপব্যাখ্যা করবে করুক; এ রকম করে তার না কোন লাভ হবে, আর না সে নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে।

Tafsir Abu Bakr Zakaria

যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।

Tafsir Bayaan Foundation

যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে।

Muhiuddin Khan

যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

Zohurul Hoque

যদিও সে তার অজুহাত দেখায়।