কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৫০
Qur'an Surah Al-Muddaththir Verse 50
আল মুদ্দাসসির [৭৪]: ৫০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌۙ (المدثر : ٧٤)
- ka-annahum
- كَأَنَّهُمْ
- As if they (were)
- তারা যেন
- ḥumurun
- حُمُرٌ
- donkeys
- গর্দভসমূহ
- mus'tanfiratun
- مُّسْتَنفِرَةٌ
- frightened
- ভীতত্রস্ত
Transliteration:
Ka annahum humurum mustanfirah(QS. al-Muddathir:50)
English Sahih International:
As if they were alarmed donkeys. (QS. Al-Muddaththir, Ayah ৫০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা, (আল মুদ্দাসসির, আয়াত ৫০)
Tafsir Ahsanul Bayaan
তারা যেন ভীত-সন্ত্রস্ত গর্দভ
Tafsir Abu Bakr Zakaria
তারা যেন ভীত-ত্ৰস্ত হয়ে পলায়নরত একপাল গাধা-
Tafsir Bayaan Foundation
তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা।
Muhiuddin Khan
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।
Zohurul Hoque
যেন তারা ভীত-ত্রস্ত গাধার দল,