Skip to content

কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৪৩

Qur'an Surah Al-Muddaththir Verse 43

আল মুদ্দাসসির [৭৪]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ (المدثر : ٧٤)

qālū
قَالُوا۟
They will say
তারা বলবে
lam
لَمْ
"Not
"না
naku
نَكُ
we were
ছিলাম আমরা
mina
مِنَ
of
অন্তর্ভূক্ত
l-muṣalīna
ٱلْمُصَلِّينَ
those who prayed
নামাজীদের

Transliteration:

Qaaloo lam naku minal musalleen (QS. al-Muddathir:43)

English Sahih International:

They will say, "We were not of those who prayed, (QS. Al-Muddaththir, Ayah ৪৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলবে, ‘আমরা নামায আদায়কারী লোকেদের মধ্যে শামিল ছিলাম না, (আল মুদ্দাসসির, আয়াত ৪৩)

Tafsir Ahsanul Bayaan

তারা বলবে, ‘আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলবে ‘আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না [১] ,

[১] এর অর্থ হলো, যেসব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে সালাত ঠিকমত আদায় করেছে আমরা তাদের মধ্যে অন্তরভুক্ত ছিলাম না। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।

Muhiuddin Khan

তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,

Zohurul Hoque

তারা বলবে -- ''আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না,