কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৪২
Qur'an Surah Al-Muddaththir Verse 42
আল মুদ্দাসসির [৭৪]: ৪২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مَا سَلَكَكُمْ فِيْ سَقَرَ (المدثر : ٧٤)
- mā
- مَا
- "What
- "কিসে
- salakakum
- سَلَكَكُمْ
- led you
- তোমাদের প্রবেশ করিয়েছে
- fī
- فِى
- into
- মধ্যে
- saqara
- سَقَرَ
- Hell?"
- দোযখের"
Transliteration:
Maa salakakum fee saqar(QS. al-Muddathir:42)
English Sahih International:
[And asking them], "What put you into Saqar?" (QS. Al-Muddaththir, Ayah ৪২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
‘কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? (আল মুদ্দাসসির, আয়াত ৪২)
Tafsir Ahsanul Bayaan
‘তোমাদেরকে কিসে সাক্বার (জাহান্নাম)এ নিক্ষেপ করেছে?’
Tafsir Abu Bakr Zakaria
‘তোমাদেরকে কিসে ‘সাকার’- এ নিক্ষেপ করেছে?’
Tafsir Bayaan Foundation
কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল?
Muhiuddin Khan
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
Zohurul Hoque
''কিসে তোমাদের নিয়ে এসেছে জ্বালাময় আগুনে?’’