কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৪১
Qur'an Surah Al-Muddaththir Verse 41
আল মুদ্দাসসির [৭৪]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَنِ الْمُجْرِمِيْنَۙ (المدثر : ٧٤)
- ʿani
- عَنِ
- About
- সম্পর্কে
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- the criminals
- অপরাধীদের
Transliteration:
'Anil mujrimeen(QS. al-Muddathir:41)
English Sahih International:
About the criminals, (QS. Al-Muddaththir, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অপরাধীদের সম্পর্কে (আল মুদ্দাসসির, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
অপরাধীদের সম্পর্কে, [১]
[১] فِي جَنَّاتٍ হল أَصْحَابُ الْيَمِيْنِ থেকে হাল (ডানহাত-ওয়ালাদের অবস্থা ব্যাখ্যাকারী)। অর্থাৎ, জান্নাতবাসীরা বালাখানায় বসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে।
Tafsir Abu Bakr Zakaria
অপরাধীদের সম্পর্কে,
Tafsir Bayaan Foundation
অপরাধীদের সম্পর্কে,
Muhiuddin Khan
অপরাধীদের সম্পর্কে
Zohurul Hoque
অপরাধীদের সম্পর্কে;