কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৪০
Qur'an Surah Al-Muddaththir Verse 40
আল মুদ্দাসসির [৭৪]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فِيْ جَنّٰتٍ ۛ يَتَسَاۤءَلُوْنَۙ (المدثر : ٧٤)
- fī
- فِى
- In
- মধ্যে
- jannātin
- جَنَّٰتٍ
- Gardens
- বেহেশতের
- yatasāalūna
- يَتَسَآءَلُونَ
- asking each other
- জিজ্ঞাসা পরস্পরে করবে
Transliteration:
Fee jannaatiny yata saaa'aloon(QS. al-Muddathir:40)
English Sahih International:
[Who will be] in gardens, questioning each other (QS. Al-Muddaththir, Ayah ৪০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা থাকবে জান্নাতে। তারা পরস্পরকে জিজ্ঞেস করবে (আল মুদ্দাসসির, আয়াত ৪০)
Tafsir Ahsanul Bayaan
তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে--
Tafsir Abu Bakr Zakaria
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞেস করবে –
Tafsir Bayaan Foundation
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে,
Muhiuddin Khan
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
Zohurul Hoque
জান্নাতে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে --