Skip to content

কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৩৯

Qur'an Surah Al-Muddaththir Verse 39

আল মুদ্দাসসির [৭৪]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِلَّآ اَصْحٰبَ الْيَمِيْنِ ۛ (المدثر : ٧٤)

illā
إِلَّآ
Except
ছাড়া
aṣḥāba
أَصْحَٰبَ
(the) companions
ব্যক্তিগণ
l-yamīni
ٱلْيَمِينِ
(of) the right
ডানদিকস্থ

Transliteration:

Illaaa as haabal yameen (QS. al-Muddathir:39)

English Sahih International:

Except the companions of the right,. (QS. Al-Muddaththir, Ayah ৩৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিন্তু ডান পাশের লোকেরা নয়। (আল মুদ্দাসসির, আয়াত ৩৯)

Tafsir Ahsanul Bayaan

তবে ডান হাত-ওয়ালারা নয়। [১]

[১] অর্থাৎ, তারা নিজেদের পাপের শিকলে বন্দী হবে না, বরং তারা নিজেদের নেক আমলের কারণে মুক্ত থাকবে।

Tafsir Abu Bakr Zakaria

তবে ডানপন্থীরা নয়,

Tafsir Bayaan Foundation

কিন্তু ডান দিকের লোকেরা নয়,

Muhiuddin Khan

কিন্তু ডানদিকস্থরা,

Zohurul Hoque

ডানদিকের লোকেরা ব্যতীত,