Skip to content

কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৩৪

Qur'an Surah Al-Muddaththir Verse 34

আল মুদ্দাসসির [৭৪]: ৩৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالصُّبْحِ اِذَآ اَسْفَرَۙ (المدثر : ٧٤)

wal-ṣub'ḥi
وَٱلصُّبْحِ
And the morning
এবং প্রভাতের
idhā
إِذَآ
when
যখন
asfara
أَسْفَرَ
it brightens
উজ্জ্বল হয়

Transliteration:

Wassub hi izaaa asfar (QS. al-Muddathir:34)

English Sahih International:

And [by] the morning when it brightens, (QS. Al-Muddaththir, Ayah ৩৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

প্রভাতের কসম- যখন তা উজ্জ্বল হয়ে ওঠে, (আল মুদ্দাসসির, আয়াত ৩৪)

Tafsir Ahsanul Bayaan

শপথ প্রভাতকালের, যখন ওটা আলোকোজ্জ্বল হয়।

Tafsir Abu Bakr Zakaria

শপথ প্রভাতকালের, যখন তা আলোকোজ্জ্বল হয় -

Tafsir Bayaan Foundation

প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়।

Muhiuddin Khan

শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,

Zohurul Hoque

আর প্রভাতকালের কথা যখন তা হয় আলোকোজ্জ্বল।