কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৩৩
Qur'an Surah Al-Muddaththir Verse 33
আল মুদ্দাসসির [৭৪]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ (المدثر : ٧٤)
- wa-al-layli
- وَٱلَّيْلِ
- And the night
- শপথ রাতের
- idh
- إِذْ
- when
- যখন
- adbara
- أَدْبَرَ
- it departs
- প্রত্যাবর্তন করে
Transliteration:
Wallaili adbar(QS. al-Muddathir:33)
English Sahih International:
And [by] the night when it departs. (QS. Al-Muddaththir, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
রাতের কসম যখন তার অবসান হয়, (আল মুদ্দাসসির, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
শপথ রাত্রির, যখন ওর অবসান ঘটে।
Tafsir Abu Bakr Zakaria
শপথ রাতের, যখন তার অবসান ঘটে,
Tafsir Bayaan Foundation
রাতের কসম, যখন তা সরে চলে যায়,
Muhiuddin Khan
শপথ রাত্রির যখন তার অবসান হয়,
Zohurul Hoque
আর রাতের কথা যখন তার অবসান ঘটে।