কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৩০
Qur'an Surah Al-Muddaththir Verse 30
আল মুদ্দাসসির [৭৪]: ৩০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَۗ (المدثر : ٧٤)
- ʿalayhā
- عَلَيْهَا
- Over it
- তার উপর
- tis'ʿata
- تِسْعَةَ
- (are) nine
- উনিশ
- ʿashara
- عَشَرَ
- teen
- (প্রহরী)
Transliteration:
'Alaihaa tis'ata 'ashar(QS. al-Muddathir:30)
English Sahih International:
Over it are nineteen [angels]. (QS. Al-Muddaththir, Ayah ৩০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেখানে নিয়োজিত আছে ঊনিশ জন ফেরেশতা। (আল মুদ্দাসসির, আয়াত ৩০)
Tafsir Ahsanul Bayaan
ওর তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী। [১]
[১] অর্থাৎ, জাহান্নামে প্রহরী স্বরূপ ১৯ জন ফিরিশতা নিযুক্ত থাকবেন।
Tafsir Abu Bakr Zakaria
‘সাকার’-এর তত্ত্বাবধানে রয়েছে ঊনিশজন প্রহরী।
Tafsir Bayaan Foundation
তার উপর রয়েছে ঊনিশজন (প্রহরী)।
Muhiuddin Khan
এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
Zohurul Hoque
তার উপরে রয়েছে ''উনিশ’’।