Skip to content

কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ৩

Qur'an Surah Al-Muddaththir Verse 3

আল মুদ্দাসসির [৭৪]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَرَبَّكَ فَكَبِّرْۖ (المدثر : ٧٤)

warabbaka
وَرَبَّكَ
And your Lord
ও তোমার রবের
fakabbir
فَكَبِّرْ
magnify
অতঃপর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর

Transliteration:

Wa rabbaka fakabbir (QS. al-Muddathir:3)

English Sahih International:

And your Lord glorify. (QS. Al-Muddaththir, Ayah ৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। (আল মুদ্দাসসির, আয়াত ৩)

Tafsir Ahsanul Bayaan

এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

Tafsir Abu Bakr Zakaria

আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন।

Tafsir Bayaan Foundation

আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

Muhiuddin Khan

আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,

Zohurul Hoque

আর তোমার প্রভু -- মাহা‌ত্ম্য ঘোষণা করো,