কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ২৬
Qur'an Surah Al-Muddaththir Verse 26
আল মুদ্দাসসির [৭৪]: ২৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
سَاُصْلِيْهِ سَقَرَ (المدثر : ٧٤)
- sa-uṣ'līhi
- سَأُصْلِيهِ
- Soon I will admit him
- তাকে প্রবেশ আমি শীঘ্রই করাবো
- saqara
- سَقَرَ
- (in) Hell
- দোযখে
Transliteration:
Sa usleehi saqar(QS. al-Muddathir:26)
English Sahih International:
I will drive him into Saqar. (QS. Al-Muddaththir, Ayah ২৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। (আল মুদ্দাসসির, আয়াত ২৬)
Tafsir Ahsanul Bayaan
আমি তাকে নিক্ষেপ করব সাক্বার (জাহান্নামে)।
Tafsir Abu Bakr Zakaria
অচিরেই আমি তাকে দগ্ধ করব ‘সাকার’ এ
Tafsir Bayaan Foundation
অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব।
Muhiuddin Khan
আমি তাকে দাখিল করব অগ্নিতে।
Zohurul Hoque
আমি শীঘ্রই তাকে ফেলব জ্বালাময় আগুনে।