কুরআন মজীদ সূরা আল মুদ্দাসসির আয়াত ২
Qur'an Surah Al-Muddaththir Verse 2
আল মুদ্দাসসির [৭৪]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قُمْ فَاَنْذِرْۖ (المدثر : ٧٤)
- qum
- قُمْ
- Stand up
- উঠ
- fa-andhir
- فَأَنذِرْ
- and warn
- সতর্ক কর অতঃপর
Transliteration:
Qum fa anzir(QS. al-Muddathir:2)
English Sahih International:
Arise and warn. (QS. Al-Muddaththir, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ওঠ, সতর্ক কর। (আল মুদ্দাসসির, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
উঠ, সতর্ক কর, [১]
[১] অর্থাৎ, মক্কাবাসীদেরকে ভয় দেখাও, যদি তারা ঈমান না আনে।
Tafsir Abu Bakr Zakaria
উঠুন, অতঃপর সতর্ক করুন, [১] ,
[১] এখানে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে, قُم অর্থাৎ উঠুন। এর আক্ষরিক অর্থ ‘দাঁড়ান’ও হতে পারে। অর্থাৎ আপনি বস্ত্ৰাচ্ছাদন পরিত্যাগ করে দন্ডায়মান হোন। এখানে কাজের জন্যে প্রস্তুত হওয়ার অর্থ নেয়াও অবান্তর নয়। উদ্দেশ্য এই যে, এখন আপনি সাহস করে জনশুদ্ধির দায়িত্ব পালনে সচেষ্ট হন। أنذر শব্দটি إنذار থেকে উদ্ভুত অর্থ সতর্ক করা। এখানে মক্কার কাফেরদেরকে সতর্ক করতে বলা হয়েছে। [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
উঠ, অতঃপর সতর্ক কর।
Muhiuddin Khan
উঠুন, সতর্ক করুন,
Zohurul Hoque
ওঠো এবং সতর্ক করো,